Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৬ পৌষ ১৪৩১

পোরসায় টাপেনডাডল ট্যাবলেট সহ সুমন গ্রেপ্তার


দৈনিক পরিবার | এম এ মান্নান  ডিসেম্বর ২১, ২০২৪, ০২:০৫ পিএম পোরসায় টাপেনডাডল ট্যাবলেট সহ সুমন গ্রেপ্তার

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে টাপেন্ডাডল ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়েছ। 
শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন টাপেনডাডল ট্যাবলেট কেনা বেচা হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে এসআই লালন কুমারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নিতপুর ইউনিয়নের মাস্টার পাড়ায় অভিযান চালিয়ে মনিরুল হাসান সুমন (৪৬) কে তার বাড়ির সামনে থেকে আটক করেন। তৎক্ষণাৎ তার শরীর তল্লাশি করে ৪০ পিস টাপেনডাডল ট্যাবলেট পাওয়া যায়।
জানা যায়, সুমনের মাদক ব্যবসার কারণে এলাকার তরুণ প্রজন্ম বিপর্যস্ত ও ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি ওই ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের মৃত আকতার হোসেনের ছেলে। তার মাদকের প্রভাবে এলাকাবাসী অতিষ্ঠ। বর্তমানে তাকে থানা হাজতে আটক রাখা হয়েছে। শনিবার আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হবে বলে জানান পোরশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন রেজা।

Side banner