চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া জলদাশ পাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দেশীয় মদ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাহিদুল ইসলাম। অভিযান কালে বাড়িঘর তল্লাশি চালিয়ে প্রায় ৩৩ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। অভিযানের পূর্বেই ওই বাড়ি থেকে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পাশের বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবন করা অবস্থায় সুজন কর্মকার (৩৮) নামে যুবককে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
আটককৃত সুজন কর্মকার উপজেলার উত্তর পদুয়া জলদাশ পাড়া এলাকার সুখলাল কর্মকারের পুত্র। পলাতক মাদক ব্যবসায়ী দুজন হলেন, আবু কর্মকার (৪০) ও নারায়ণ কর্মকার। তারা দু'জনই একই এলাকার মৃত লক্ষী কর্মকারের পুত্র।
সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার জাহিদুল ইসলাম জানান, গোপনসূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীর ঘর তল্লাশি করে প্রায় ৩৩ লিটার দেশীয় মদ উদ্ধার করতে সক্ষম হই। তবে পাশ্ববর্তী বাড়িতে মাদক সেবন অবস্থায় সুজন কর্মকারকে আটক করি।
আপনার মতামত লিখুন :