Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

মহিপুরের নয়াপাড়া থেকে ৯শত পিস ইয়াবাসহ গ্রেফতার ১


দৈনিক পরিবার | আবদুল্লাহ মানিক  ডিসেম্বর ১১, ২০২৪, ১০:৫৯ এএম মহিপুরের নয়াপাড়া থেকে ৯শত পিস ইয়াবাসহ গ্রেফতার ১

পটুয়াখালীর মহিপুর থানার নয়াপাড়া এলাকা থেকে ৯শত পিস ইয়াবা সহ আল আমিন খলিফা (৪১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাত ৮ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে এস আই আঃ জলিল, এএসআই (নিঃ) মোঃ আবুল বাশার হাওলাদার, এএসআই (নিঃ) মোঃ ইউনুস মোল্লা, কনেস্টবল সুমন সহ ৫-৬ জনের একটি টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সময় লতাচাপলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামে নিজ বাড়ির গোয়াল ঘরের সামনে থেকে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আরও ৩ আসামী পলাতক রয়েছে। 
গ্রেফতারকৃত আল-আমিন মহিপুরের লতাচাপলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড নয়াপাড়া গ্রামের বাসিন্দা। 
আল-আমিন উক্ত এলাকার মাদকের মূল হোতা হিসেবে পরিচিত। গ্রেপ্তারকৃত আসামী আল-আমিনের বিরুদ্ধে পূর্বে ৭টি মাদক মামলা রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, আল-আমিন খলিফা একাধিক মাদক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদক দ্রব্য নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Side banner