Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

সৈয়দপুরে বিশ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


দৈনিক পরিবার | মহিনুল ইসলাম সুজন ডিসেম্বর ১০, ২০২৪, ১০:৫৬ পিএম সৈয়দপুরে বিশ হাজার টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিষিদ্ধ ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এন্তাজুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানিক দল। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে জেলার সৈয়দপুর উপজেলা শহরের শহীদ ডাক্তার জিকরুল হক সড়কস্থ এসএ পরিবহণের সামনে অভিযান চালিয়ে এই ট্যাবলেট গুলোসহ তাকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃত ব্যক্তি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া মুন্সিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে। উদ্ধার হওয়া ট্যাবলেটের মুল্য প্রায় ৬০লাখ টাকা। 
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের পরিদর্শক এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্তাজুলের কাছে থাকা প্ল্যাস্টিকের বস্তা তল্লাসী করি আমরা। এ সময় বস্তা থেকে নিষিদ্ধ ২০ হাজার পিস টাপেন্টাডল পাওয়া যায়। 
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন জানান, উদ্ধার হওয়া ট্যাবলেটের মুল্য ৬০ লাখ টাকা। গ্রেপ্তারকৃত ব্যক্তি বিক্রির জন্য এসব ট্যাবলেট নিয়ে এসেছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে সৈয়দপুর থানায় একটি মামলা করে তাকে সে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দিন বলেন, দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Side banner