কুষ্টিয়ার খোকসা থানাপাড়ায় দুই চোর চুরি করার সময় হাতেনাতে ধরা পড়ে। শাহজাহান আলী মাস্টারের বাসার ভাড়াটিয়া মুন্নি আক্তার কণা (৩২)। তারা বাসায় সকাল সাড়ে ৯টার দিকে চুরি করতে থাকে।
এসময় গৃহবধূ মুন্নি একজন চোরকে হাতেনাতে ধরে ফেলে। আরেকজন পালিয়ে যাবার চেষ্টা করে। এসময় তিনি চিৎকার করলে স্থানীয়রা এসে ঝাঁপটে ধরে।
আটককৃত চোর খলিল মিয়ার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শেখেরগাঁও। অন্যদিকে আরেকজন চোরের বাড়ি মাদারীপুর সদর উপজেলার বনগ্রাম। এরা মুন্নি আক্তারের বাসায় থাকা ১৫ হাজার টাকা ও একটি স্বর্ণের আংটি চুরি করে।
এ সংক্রান্তে মুন্নি আক্তার কণা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন।
আপনার মতামত লিখুন :