চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে যৌথ অভিযানে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি তরিকুল ইসলামকে (৪০) তার বাড়ি থেকে আটক করে। পরে তার হেফাজতে থাকা ৪ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক মাদক কারবারি তরিকুল ওই এলাকার আহসান হাবীবের ছেলে।
জানা গেছে, ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার জাহিদুল আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে চুয়াডাঙ্গার শহরতলীর দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় সোমবার যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় একই এলাকার আহসান হাবীবের ছেলে চিহ্নিত মাদক কারবারি তরিকুলকে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। আটকের পর তাদের হেফাজতে থাকা অবৈধ ৪ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক মাদক কারবারি তরিকুলকে আটকের পর উদ্ধারকৃত মাদকসহ তার বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
আপনার মতামত লিখুন :