বগুড়ার সোনাতলায় রাস্তার আমগাছ বিক্রি করলেন এক প্রভাবশালী। ওই প্রভাবশালীর নাম বাবুল আহম্মেদ বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানান, সোনাতলা বালুয়া রাস্তার বালুয়াহাট সংলগ্ন মোড়ে বিশাল আকৃতির আমগাছটি শত বছরের ঐতিহ্য বহন করে আসছে। বর্তমানে গাছটির বাজার দর ২৫/৩০ টাকা হওয়ার কথা। এই আমগাছটি স্থানীয় কাঠ ব্যবসায়ীর কাছে ১০ হাজার টাকায় বিক্রি করেছে বলে জানান বাবুল।
গাছ কাটার বিষয় উপজেলা নির্বাহী অফিসারের নজরে এলে তাৎক্ষণিক ভুমি অফিসের সার্ভেয়ারকে ঘটনাটি খতিয়ে দেখতে বলেন। ততক্ষণে গাছটির উপরের মোটা মোটা ডালপালা কেটে নিয়ে যায় কাঠ ব্যবসায়ী। পরে গাছের নিচের অংশ স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলামের হেফাজতে রেখে আসেন সার্ভেয়ার। এদিকে বন্ধ থাকা ওই আমগাছটির নিচের অংশ রাতের আঁধারে মাটিতে ফেলে খন্ড করে কিছু অংশ রেখে বাকি অংশও কে বা কারা নিয়ে গেছে বলে জানান স্থানীয়রা।
এবিষয়ে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোয়াজ্জেম হোসেন বলেন, আমি স্যারের নির্দেশে গিয়ে দেখি গাছটির উপরের ডালপালা কাটা। নিচের অংশ স্থানীয় ইউপি সদস্যের হেফাজতে রেখে আসি।
বিষয়টি জানতে বাবুলের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি গাছটি ১০ হাজার টাকায় বিক্রি করেছি কাঠ ব্যবসায়ীর কাছে। কাঠ ব্যবসায়ী গাছটির মোটা ডালপালা কেটে নিয়ে যায় এমন সময় প্রশাসন গাছকাটা বন্ধ করে। কিন্তু হঠাৎ গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কে বা কারা গাছটি খন্ডিত করে কিছু অংশ রেখে বাকি অংশ নিয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য তরিকুল ইসলাম বলেন, গাছটি আমার হেফাজতের দেন প্রশাসন। তবে রাতের আঁধারে গাছটি খন্ডিত করে কিছু অংশ রেখে বাকি অংশ কে যে নিয়ে গেছে বলতে পারছিনা।
গাছ ক্রেতা কাঠ ব্যবসায়ী মহাতাব উদ্দিন বলেন, আমগাছটি বাবুলের কাছ থেকে ১৫ হাজার টাকায় কিনেছি। তবে নিচের অংশ ব্যতিত মোটা ডালপালা কেটে নিয়ে আসি। পরে ভুমি অফিস গাছ কাটা বন্ধ করে দেয়।
গাছ কাটার বিষয় নিশ্চিত করে বালুয়া ইউনিয়নের ভুমি উপ-সহকারী কর্মকর্তা আবুল হোসেন বলেন, ইউএনও স্যারের নির্দেশে গত বৃহস্পতিবার আমগাছ কাটা বন্ধ করে বাড়ি চলে আসি। রবিবার গিয়ে ঘটনাস্থল থেকে পাওয়া গাছের অংশ বিশেষ আমাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামাণিক জানান, রাস্তার জায়গায় আমগাছটি কাটার বিষয় জানতে পেরে বন্ধ করা হয়। পরবর্তীতে ইউপি নায়েব গাছের অংশ বিশেষ উদ্ধার করে।
এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :