দিনাজপুরের ঘোড়াঘাটে কলাবাড়ী গ্রামে ঘাতক ভাতিজার হাতে চাচা নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, চাচা রহেদ আলী ( ৫৫) ও ভাতিজা ফরিদুল ইসলাম (২৫) এর মধ্যে জমা জমি নিয়ে বিরোধ ছিল। গত ২৮ নভেম্বর রাত আনুমানিক ৯ টার সময় চাচা বাড়ীর সদর দরজার সামনে রাস্তায় বসে ছিল। এসময় ভাতিজা টর্চ লাইটের আলো চাচার দিকে ধরলে চাচা লাইটের আলো ধরতে নিষেধ করায় কথা কাটাকাটি হওয়ার এক পর্যায়ে ভাতিজা চাচার পেটের মধ্যে ধারালো ছুরি ঢুকিয়ে দেয়। তখন চাচা রহেদ চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে আশেপাশে থাকা লোকজন ছুটে এসে দেখে রক্তাক্ত কাটা জখম অবস্থায় চাচা মাটিতে পড়ে আছে।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা প্রদান করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৬ টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এবিষয়ে নিহতের বড় ছেলে জাকেরুল ইসলাম বাদী হয়ে ঘাতক ফরিদুলসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন, মামলা নং ১৭ তারিখ ২৮ নভেম্বর ২০২৪।
তিনি আরও বলেন, আসামি পালাতক রয়েছে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
আপনার মতামত লিখুন :