Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

২৫০ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক


দৈনিক পরিবার | আবদুল্লাহ মানিক ডিসেম্বর ৮, ২০২৪, ০৯:৩১ এএম ২৫০ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫০ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিক্তিকে পুরান মহিপুর এলাকায় মাদক কারবারি মসিউরের বাড়িতে অভিযান করা হয়। এসময় আসাহাব (৩০) ও সাকিব আল ইমরান ওরফে হাতকাটা ইমরান (২৬) এবং সিহাব (২৮) কে গ্রেপ্তার করা হয়। এরা কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। মহিপুর এলাকায় মাদকের মূল হোতা হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে মাদকের বিশেষ অভিযান পরিচালনা কালে পুরান মহিপুর এলাকার মশিউর রহমানের নিজ বসত বাড়ির আঙ্গিনা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্রে আরও জানা যায় এর আগে আসাহাবের ১০টি, সাকিব আল ইমরানের ৮টি, মসিউরের ৭টি ও সিহাবের নামে ২টি মাদক মামলা রয়েছে।
এসময় তাদের কাছ থেকে ২৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মসিউর পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, তারা উভয়ই একাধিক মাদক মামলার আসামী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে, সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত রয়েছে।

Side banner