কুষ্টিয়া খোকসায় ওসমানপুর ইউনিয়নের আজইল গ্রামের মনিরুল ইসলামের পুত্র ইমন হোসেন (২৮) পারিবারিক কলহের জেরে রবিবার (২ ডিসেম্বর) সকালে বিষ পান করে আত্মহত্যা করেন। বিষ পানের পর মনিরুলের পরিবার বিষয়টি জানতে পেরে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বিষ ওয়াশ করা মুহূর্তে ইমন মারা যান।
কর্তব্যরত চিকিৎসক ডা: আবির হোসেন সোহাগ বলেন, রোগীর অবস্থা খুবই আশঙ্কা জনক ছিল। মাছের বিষ তেল খেয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষ ওয়াশ করা মুহুর্তে সে মৃত্যুবরণ করেন। মৃত ইমনের খালা শাশুড়ি বলেন, তারা দুজন দুজনকে পছন্দ করে বিয়ে হয়েছে দু বছর হল। তাদের ঘরে এখন পর্যন্ত কোন সন্তানাদি হয়নি। দুজনের সংসার ভালোই চলছিল। হঠাৎ কি জন্য যে বিষ খেলো বলতে পারছি না।
মৃত ইমনের দাদা বলেন, তার স্ত্রীর সঙ্গে একটু কথা কাটাকাটি হয় সে বিষয়ে নিয়ে হয়তো বিষপান করেছে ইমন। মৃত ইমন পেশায় একজন চা দোকানি ছিলেন।
এ বিষয়ে খোকসা থানা ওসি তদন্ত আব্দুল গফুর বলেন, প্রাথমিক ধারণা করছি বিষপানে আত্মহত্যা করেছে, সঠিক তদন্তের জন্য ময়নাতদন্ত প্রয়োজন।
আপনার মতামত লিখুন :