Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে নির্মাণ শ্রমিক আহত


দৈনিক পরিবার | পাইকগাছা (খুলনা) প্রতিনিধি নভেম্বর ২১, ২০২৪, ০৯:২০ পিএম পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের মারপিটে নির্মাণ শ্রমিক আহত

পাইকগাছায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের চায়ের কাঁপের আঘাতে শহিদুল ইসলাম মোড়ল (৪৩) নামে এক নির্মাণ শ্রমিক মাথায় রক্তাক্ত জখম হয়েছে। আহত শহিদুল'কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া  হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুমেক হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। 
বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বাঁকা ঘোষপাড়া পলাশের চায়ের দোকানে এ ঘটনা অনাকাঙ্খিত ঘটনা ঘটে। 
নির্মান শ্রমিক শহিদুল উপজেলার রাড়ুলী ইউপি'র  বাঁকার বাগ গ্রামের মৃতঃ ছমির মোড়লের ছেলে। 
শহিদুল জানান সকালে পলাশের চায়ের দোকানে চা খাচ্ছিলাম। এ সময়  রাড়ুলী গ্রামের মুরাদ ঢালীর ছেলে রেজাউল ঢালী (৪২) এর সাথে নির্মান কাজ নিয়ে তর্ক-বিতর্ক শুরু হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে রেজাউল ক্ষিপ্ত হয়ে আমার উপর মারপিট শুরু করে চায়ের কাঁপ দিয়ে মাথায় আঘাত করলে মাথা রক্তাক্ত জখম হয়। 
স্থানীয় জালাল উদ্দীন জোয়াদ্দার বলেন, শহিদুলের মাথা রক্তাক্ত জখম হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 
মারপিটের ঘটনায় রেজাউল ঢালী বলেন, আমরা দু'জনেই নিকটাত্মীয়। কিন্তু শহিদুল মোড়ল একটি মসজিদের নির্মাণ কাজ নিয়ে প্রায় সময় আমাকে অবান্তর কথা বলে আসছিল। সর্বশেষ এ নিয়ে চায়ের দোকানে পুনরায় অবান্তর কথা বলে উঠলে তর্ক-বিতর্কের এক পর্যায়ে আমি রাগের বশবতি হয়ে তাকে আঘাত করি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আইনী পদক্ষেপের প্রস্তুতি চলছিল।

Side banner