মেহেরপুরের গাংনীতে পরকীয়া প্রেমিকের মিথ্যা আশ্বাসে ববিতা খাতুন (২৮) নামে এক প্রবাসীর স্ত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ নভেম্বর) সকালের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে গত (১৪ নভেম্বর) সে তার নিজ স্বামীর বাড়িতে বিষপান করে। ববিতা গাংনী উপজেলার ঝোড়পাড়া গ্রামের প্রবাসী আজাদ আলীর স্ত্রী ও আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামের জমির উদ্দিনের মেয়ে।
ববিতার পারিবারিক সূত্রে জানা গেছে, ১২ বছর আগে গাংনী উপজেলার ঝোড়পাড়া গ্রামের আজাদ আলীর সাথে তার মেয়ের বিবাহ হয়। বিবাহের কিছুদিন পর আজাদ বিদেশে চলে যায়। এরইমধ্যে গত চার বছর আগে ববিতা'র সাথে পরিচয় হয় পার্শ্ববর্তী ভোলাডাঙ্গা গ্রামের ইলেকট্রিক মিস্ত্রী নাঈমের সঙ্গে। সেই থেকে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ববিতার বাড়িতে অবাধে যাতায়াত ছিল পরকিয়া প্রেমিক নাঈমের। এরই ধারাবাহিকতায় নাঈম ববিতার সাথে মিথ্যে বিয়ের প্রলোভনে ও আশ্বাসে গড়ে তোলে দৈহিক সম্পর্ক। সেই সাথে নাঈম ববিতার কাছ থেকে বিভিন্ন সময়ে আর্থিক সুবিধাও গ্রহণ করেছিলো।
কিছুদিন আগে প্রেমিক নাইম অন্যত্র বিয়ে করার ইচ্ছা প্রকাশ করলে তাদের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়। এতে ক্ষোভে আর হতাশায় গত ১৪ নভেম্বর ববিতা নিজ স্বামীর বাড়িতে বিষপান করে।
এসময় বিষয়টি প্রতিবেশীরা টের পেলে তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ১৮ নভেম্বর সকালে তার মৃত্যু হয়।
এদিকে ববিতার লাশ তার বাবার বাড়ী হাটুভাঙ্গাতে পৌছালে আলমডাঙ্গা থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটির সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে এবং ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে।
ময়নাতদন্ত শেষে গতকাল রাত ১০ টার সময় হাটুভাঙ্গা গ্রামের কবরস্থানে ববিতার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :