Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

খোকসায় শ্বাসরোধে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক


দৈনিক পরিবার | খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি নভেম্বর ১৯, ২০২৪, ১২:১৩ এএম খোকসায় শ্বাসরোধে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

কুষ্টিয়ার খোকসায় স্ত্রী হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে আটক করেছেন খোকসা থানা পুলিশ। শনিবার উপজেলার মামুদানিপুর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘাতক স্বামীকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নিহত হয়েছেন পাবনা সদরের ধুবরাকোল খাসচর এলাকার আমিন উদ্দিন খাঁর মেয়ে আমেনা খাতুন (৩৬)।
নিহতের ভাই সাদ্দাম হোসেন জানান, ২১ বছর আগে খোকসা মামুদানিপুর এলাকার আব্দুল প্রামাণিকের ছেলে সাদ্দাক প্রামানিকের সাথে তার বোন আমেনা খাতুনের পারিবারিক ভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১৬ ও ৯ বছর বয়সী দুটি ছেলে সন্তান  রয়েছে। বিয়ের পর থেকেই সাদ্দাক তার বোনকে যেকোন উছিলায় শারীরিক ভাবে নির্যাতন করতো।
গত শনিবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে  তার বোনকে সাদ্দাক মারপিট করে। এবং একই ইস্যু নিয়ে শনিবার দিবাগত রাত ১ টার দিকে তার বোনকে শ্বাসরোধ করে হত্যা পর গলায় ওড়না পেঁচিয়ে পাশ্ববর্তী আম গাছে ঝুলিয়ে রাখে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার উদ্দেশ্য। পরবর্তীতে খোকসা থানা পুলিশ তার বোনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর বোনের লাশ দাফন করেছেন বলে জানান। ইতিমধ্যে খোকসা থানা পুলিশ তার ভগ্নিপতিকে আটক করেছেন বলে উল্লেখ করেন তিনি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর স্বজনদের কাছে দাফনের জন্য  দেওয়া হয়েছে। ইতিমধ্যে মামলার আসামিকে আটক পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় খোকসা থানায় হত্যা মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Side banner