Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫, ১৫ মাঘ ১৪৩১

বাঞ্ছারামপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি সহ গ্রেফতার ৪


দৈনিক পরিবার | ফয়সল আহমেদ খান নভেম্বর ১৭, ২০২৪, ০৭:২৫ পিএম বাঞ্ছারামপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি সহ গ্রেফতার ৪

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১ মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও বিদেশী ভদকা, এলকোহল জাতীয় পানীয় এবং ছুরি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন বাঁশগাড়ি ও দশদোনা গ্রামের মাদক কারবারি দুলাল মিয়া ও তার সঙ্গী জনি, মোমেন এবং বাদল মিয়া।
রবিবার (১৭ নভেম্বর) ভোর ৫টা থেকে গোপন সংবাদের ভিত্তিতে দশদোনা ও বাঁশগাড়ির বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে প্রচলিত আইনে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করে আদালতের মাধ্যমে আজই কারাগারে পাঠানো হয়েছে। এমন অভিযান এখন থেকে অব্যাহত থাকবে।

Side banner