Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

লোহাগাড়ায় যৌথ অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ আটক ৪


দৈনিক পরিবার | ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি নভেম্বর ১৩, ২০২৪, ১০:৩২ পিএম লোহাগাড়ায় যৌথ অভিযানে ধারালো অস্ত্র ও মাদকসহ আটক ৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাজ্বীর পাড়া প্রকাশ কসাই পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে ধারালো অস্ত্র, মাদকদ্রব্য ও মোবাইলসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। 
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬ টায় এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান ও থানার  এসআই শরিফুল ইসলাম পিপিএম (বার) এর নেতৃত্বে সেনা বাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা। 
অভিযানে চোরাই মোবাইল সেট ১০টি, ধারালো অস্ত্র ১২টি, গাঁজা, ইয়াবা, ফয়েল পেপার, দেশীয় মদসহ বাড়িঘর তল্লাশী চালিয়ে উক্ত ৪ জনকে আটক করা হয়। 
আটককৃতরা হল যথাক্রমে মোহাম্মদ হোছন (৪০)। সে সাতকানিয়া উপজেলার বোয়ালিয়া পাড়ার মৃত আবুল হোসন’র পুত্র। আমিনুল ইসলাম (৪৫)। তিনি সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মৃত জিয়াবুল হক’র পুত্র। অপর ২ জন হল কামাল উদ্দীন (৪০), পিতা আবদুল শুক্কুর, মোঃ এরশাদ (২১), পিতা রফিক উদ্দীন। তাদের উভয়ের বাড়ি বড়হাতিয়া ইউনিয়নের বর্তমান হাজীর পাড়ায়।
লোহাগাড়া সেনা ক্যাম্প কমান্ডার মেজর মুহাম্মদ সাঈদ হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনা ও পুলিশ বাহিনীর যৌথ অভিযানে উল্লেখিত ৪ জনকে ধারালো অস্ত্র, চোরাই মোবাইল সেট ও মাদকদ্রব্যসহ আটক করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক ২ টি মামলা রুজু হয়েছে।

Side banner