Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

শার্শায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


দৈনিক পরিবার | সম্রাট হোসাইন নভেম্বর ১০, ২০২৪, ০৫:৪৭ পিএম শার্শায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

যশোর জেলা শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী গ্রাম পুটখালী হতে ২৭০ বোতল ফেন্সিডিল সহ মো. ইনামুল হোসেন (২০) ও মো. শামীম মোড়ল (২৭) নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানীঅধিনায়ক-ফ্লা. লে. মো. রাসেল এক "প্রেস রিলিজ" এ জানিয়েছেন-"এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের প্রতিষ্ঠালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং প্রতারণাসহ বিভিন্ন ধরণের অপরাধী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট রয়েছে। এছাড়াও র‌্যাব বিভিন্ন সময়ে ফেনসিডিল, দেশী-বিদেশী মদ, গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করতঃ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে"। 
"সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। বিষয়টি জানতে পেরে র‌্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে"। 
"এরই ধারাবাহিকতায় ১০ নভেম্বর ২০২৪ ইং তারিখ রাত ০৩'২০ মিনিটের দিকে র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৫নং পুটখালী ইউনিয়নের জনৈক মোঃ নাসিরের আম বাগানের পূর্ব পাশের ধইঞ্চা খেতে কতিপয় মাদক বিক্রেতা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে"। 
"খবর পেয়ে র‌্যাব সেখানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. ইনামুল হোসেন, পিতা- মো. জামাল হোসেন, মাতা- মোছা. নাছিমা খাতুন, ২। মো. শামীম মোড়ল (২৭), পিতা- মো. নাজিম উদ্দিন, মাতা- মোছা. নাসিমা খাতুন, উভয় সাং- পুটখালী পশ্চিমপাড়া, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোরদ্বয়কে গ্রেফতার করে"। তাদের স্বীকারোক্তী মোতাবেক ধইঞ্চা খেতের মধ্যে পানির মধ্যে লুকানো অবস্থায় মোট ২৭০ (দুইশত সত্তর) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মুল্য ৮,১০,০০০/- (আট লক্ষ দশ হাজার টাকা মাত্র)"।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বেনাপোল সীমান্ত হতে উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করার উদ্দেশ্যে নিজ দখলে রেখেছিল। 
আসামীদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে "প্রেস রিলিজ" এ জানানো হয়েছে।

Side banner