Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

শ্রীপুরে স্থানীয়দের হাতে ব্যাটারী চালিত ভ্যান চোর আটক


দৈনিক পরিবার | মো. সাকিব খান  নভেম্বর ১০, ২০২৪, ০৪:৪৪ পিএম শ্রীপুরে স্থানীয়দের হাতে ব্যাটারী চালিত ভ্যান চোর আটক

মাগুরার শ্রীপুরে ব্যাটারী চালিত ভ্যান চোর রাব্বি মণ্ডল (২১) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা। 
শনিবার রাত ২ টার দিকে উপজেলার আমলসার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের টাকাপুরা গ্রামের শরিফুল মণ্ডলের ছেলে। সে দীর্ঘদিন যাবত চুরি পেশার যুক্ত রয়েছে। ইতোপূর্বেও বেশ কয়েকবার ধরা পড়েছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ২ টার দিকে শৈলকূপা উপজেলার নতুনভূক্ত মালিথিয়া গ্রামের রতন ও আমলসার গ্রামের রশিদ মণ্ডলের ভ্যান চুরি হয়। রাব্বি মন্ডল বলেন চুরি করা ভ্যান লাঙ্গলবাঁধ বাজারে শফিকের দোকানে সে ১০ হাজার টাকায় বিক্রি করে। 
শফিক সরেজমিনে বলেন, আমি এই বিষয়ে কিছু জানি না। স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি চুরির কথা স্বীকার করে। 
পরে শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর উপজেলা বিএনপি'র সভাপতি বদরুল আলম হিরোর হস্তক্ষেপে চোরকে শ্রীপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এ ঘটনায় আটককৃত যুবককে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে।

Side banner