Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

সোনাতলায় ২৫০ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার 


দৈনিক পরিবার | বিকাশ স্বর্ণকার, সোনাতলা (বগুড়া) প্রতিনিধি নভেম্বর ৯, ২০২৪, ১১:১৮ পিএম সোনাতলায় ২৫০ বোতল ফেন্সিডিল সহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

বগুড়ার সোনাতলায় ২৫০ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেন্সিডিল ও মাদক বহনে মটরসাইকেল সহ শীর্ষ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবীর নেতৃত্বে এসআই মোঃ শাহ আলম সংগীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে রাত্রীকালীন ডিউটি পালন কালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
পরে উপজেলার কাবিলপুর গ্রামস্থ শরিফ উদ্দিন গেট সংলগ্ন স্থান থেকে এই শিষ্য তিন মাদক ব্যবসায়ীকে ২৫০ বোতল ফেনসিডিল সহ আটক করে থানায় আনে। 
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়া গ্রাম এলাকার মোঃ ওহিজুল ইসলামের দুই ছেলে সুমন সরকার ওরফে জিয়া (৩৭), ফারুক হোসেন (৪০) এবং অপরজন দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ঘররা নামক এলাকার কোব্বাত আলীর ছেলে মোঃ রওশন তারেক। 
এ সময় আটকৃতদের বহনকারী একটি এপাসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী সাথে কথা বললে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলার রুজু করা হয়েছে এবং আসামিদের শুক্রবার বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Side banner