কুষ্টিয়ার কুমারখালীতে সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক, প্রতিবন্ধী, বিধবাসহ বিভিন্ন ভাতা করে দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের মুল হোতা সহ দুজনকে জনগণ আটক করে প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা সাতক্ষীরা জেলার নলকুড়া এলাকার মৃত নুর উদ্দিন শেখের ছেলে বিল্লাল হোসেন ও একই এলাকার আব্দুল গাজীর ছেলে আনিসুর রহমান।
ভুক্তভোগী পলাশ শেখ বলেন, প্রতারক বিল্লাল হোসেন দু-মাস আগে তাদের বাড়িত এসে তার বাবার বয়স্ক ভাতা করে দেবার আশ্বাস দিয়ে আবেদন ফরম পূরণ করিয়ে ৬ হাজার টাকা নিয়ে যায়। এর মধ্যে তাদের আর কোন হদিস পাওয়া না গেলে বুধবার দুপুরে পূণরায় তাদের বাড়িতে আসলে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতারক আনিসুর রহমানকে ১৫ দিন এবং মূলহোতা বিল্লাল হোসেনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতা করার নামে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী একজনকে ১৫ দিন এবং অপরজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :