Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১
নায়েবের বিরুদ্ধে ইউএনও বরাবর অভিযোগ

ঝিকরগাছায় জোরপূর্বক প্রতিবেশীর দেয়ালের উপর দ্বিতল ভবন নির্মাণ


দৈনিক পরিবার | ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৯:২৯ পিএম ঝিকরগাছায় জোরপূর্বক প্রতিবেশীর দেয়ালের উপর দ্বিতল ভবন নির্মাণ

যশোরের ঝিকরগাছায় জাহাঙ্গীর আলম নামের দূর্নীতির দায়ে চাকুরীচ্যুত এক নায়েবের বিরুদ্ধে প্রতিবেশির দেয়ায়ের উপর জোরপূর্বক দ্বিতল ভবন নির্মাণের অভিযোগে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
গত ১১ সেপ্টেম্বর উপজেলার মল্লিকপুর গ্রামের মৃতঃ গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে সেলিম চৌধুরীর উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেয়া লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, একই গ্রামের মৃতঃ সোবহান চৌধুরীর ছেলে জাহাঙ্গীর আলম চাকুরীচ্যূত নায়েব নিজের ক্ষমতার দাপট দেখিয়ে প্রতিবেশি সেলিম চৌধুরীর বাড়ি ও বাড়িরে প্রচীরের উপর জোরপূর্বক ইটের গাথুনি দিয়ে দ্বিতল ভবন নির্মাণ করেছেন।
ভুক্তভোগী সেলিম চৌধুরী সেসময় স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে যোগাযোগ করেও বিচার পাননি।
পরে তিনি নিরুপায় হয়ে উল্লেখিত ঘটনায় ২০২৩ সালের ২৫ অক্টোবর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করলেও নায়েব জাহাঙ্গীর আলমের ক্ষমতার দাপটে সেসময়ও কোন তদন্ত হয়নি।
নায়েব জাহাঙ্গীর আলম দূর্নীতির দায়ে বর্তমানে চাকরীচ্যুত রয়েছেন বলেও লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সম্প্রতি সেলিম চৌধুরীর ঘরে ফাটল দেখা দেয়ায় তিনি আবারো উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন বলে শুক্রবার সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাবে এসে জানিয়েছেন।

Side banner