Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

কুমারখালীতে ৪ মাদক কারবারির বিনাশ্রম কারাদন্ড


দৈনিক পরিবার | কুমারখালী প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০২৪, ১০:৫৬ পিএম কুমারখালীতে ৪ মাদক কারবারির বিনাশ্রম কারাদন্ড

কুষ্টিয়ার কুমারখালীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত ।
রোববার (৮ আগস্ট) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে ।
দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি কুমারখালী পৌরসভার কুন্ডপাড়ার মৃত শওকতের ছেলে আবুল কালাম (৪৯) ও দূর্গাপুর এলাকার মামুনুর রশিদের ছেলে ফাহিম ইসলাম (২৩) এই দুজনকে একমাসের কারাদন্ড এবং এলঙ্গীপাড়ার মোঃ শরিফুল ইসলামের ছেলে মোঃ মুর্শিদ আলমের দুই মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। মাদক বিক্রি ও সেবনের দায়ে দূর্গাপুর এলাকার মৃত- মোফাজ্জেল এর ছেলে মনির হোসেন (২২) কে চার মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
মাদক বিরোধী অভিযানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বেলাল হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আমিরুল আরাফাত প্রমুখ ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিরুল আরাফাত জানান, কুমারখালী উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ জনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর  ৩৬ (৫) ধারায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আটককৃতদের দুপুরে কুষ্টিয়া জেলহাজতে পাঠানো হয়েছে। আর এই অভিযান অব্যহত থাকবে।

Side banner