Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ২ মাঘ ১৪৩১

কুমারখালীতে মাদ্রাসা শিক্ষক অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক


দৈনিক পরিবার | কুমারখালী প্রতিনিধি সেপ্টেম্বর ১, ২০২৪, ১১:৫২ এএম কুমারখালীতে মাদ্রাসা শিক্ষক অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক

কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় জনগণের হাতে আটক হয়েছেন। শুক্রবার রাতে সদকী ইউনিয়নের দক্ষিণ রামকৃষ্ণপুর গ্রামে এই ঘটনা ঘটে। শনিবার শিক্ষক ও নারীকে কুমারখালী থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।
আটক শিক্ষক রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ উপজেলার মৃত তহিমুর রহমানের ছেলে শরিফুল ইসলাম।
স্থানীয়রা জানান, ২০১১ সাল থেকে শরিফুল ইসলাম সদকী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কর্মরত ছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি মাদ্রাসায় পড়ুয়া বিভিন্ন শিক্ষার্থীর বাড়িতে প্রাইভেট পড়াতেন। গত দুই মাস যাবত তিনি দক্ষিণ রামকৃষ্ণপুর এলাকায় মাদ্রাসার দুই শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানো অবস্থায় তাদের মায়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন।
শুক্রবার রাত ১১ টার দিকে শিক্ষককে এলাকায় দেখে স্থানীয়দের সন্দেহ হওয়ায় তারা উল্লেখিত বাড়িতে গিয়ে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় শিক্ষক ও গৃহকর্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় আটক করে  নারী ও পুরুষকে থানায় সোপর্দ করেন স্থানীয়রা।
এ ব্যাপারে আদালতে প্রসিকিউশন পাঠানো হয়েছে। আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Side banner