কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লার দর্গা নুরুজ্জামান বিশ্বাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে।
বুধবার (২৮ আগস্ট) বিকেল ৪ ঘটিকার সময় ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক সোনাইকুন্ডি লস্কর পাড়া গ্রামের মো. আহাদ ড্রাইভারের ছোট ছেলে মো. রনি আহম্মেদ (২৮)। তিনি নুরুজ্জামান বিশ্বাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড লেদে কর্মরত ছিলেন। তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা করে। যুবকের হত্যাকে আড়াল করতে আত্মহত্যার নামে চালানোর চেষ্টা করা হয়। কিন্তু স্থানীয় জানায়, এটা পরিকল্পিত হত্যা।
দৌলতপুর থানা পুলিশ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
দৌলতপুর থানার ইনচার্জ জানায়, সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতা আনা হবে।
আপনার মতামত লিখুন :