বাংলাদেশ পুলিশের বৈষম্যবিরোধী কেন্দ্রীয় সমন্বয় কমিটির ডাকা কর্মবিরতির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বগুড়ার ধুনটে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন পুলিশ। এতে উপজেলার বিভিন্ন এলাকায় বেড়েছে চুরি সহ নানা ধরনের অপরাধ। দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। চারিদিকে চলছে চুরির মহোৎসব। চোর চক্রের সদস্যরা গত শুক্রবার (৯ আগস্ট) উপজেলার কালেরপাড়া ও ১০ আগস্ট চিকাশি ইউনিয়নের পৃথক তিনটি স্থানে দিনে ও রাতে চুরি সংঘটিত করেছে। এর মধ্যে কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের শাহার উদ্দিন মন্ডলের ছেলে গফার মন্ডলের ১ টি গরু দিনদুপুরে চুরি হয়েছে।
গরুর মালিক গফার মন্ডল জানায়, শুক্রবার দুপুরে বাড়ির পাশ থেকে আমার সাদা রঙের গরু হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় একজনের মারফতে জানতে পারি আমার বাড়ির অদূরে কেউ একজন সাদা গরু নিয়ে উত্তরদিকে রওনা হয়। চুরি সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহ চলছে।
অপর দিকে চিকাশী ইউনিয়নের টেকনিক্যাল কলেজ এলাকায় আব্দুর রশিদের ছেলে রফিকুল ইসলাম ক্ষুদ্র মুদি দোকানের ব্যবসা করে আসছিলো। ১০ আগস্ট দিবাগত রাতে দোকানের সিসি ক্যামেরা ও সার্টার ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। এসময় একজনকে লোহার রড দ্বারা গুরুতর আঘাত করে পালিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
দোকান মালিক রফিকুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার দিবাগত রাতে দোকান বন্ধ করে বাড়িতে যাই। রাত ৩টার দিকে আমার দোকান ঘরের সিসি ক্যামেরা ও সার্টার ভেঙ্গে চুরি করে। এসময় দোকানের পাশে বসবাসরত মতিউর রহমান (৬৫) নামের একজন সার্টার ভাঙ্গার শব্দ শুনে বাইরে এসে এগিয়ে যায়। এসময় হাতে থাকা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে চোর চক্রের সদস্যরা। মতিউর রহমান ওই এলাকার মাহবুদ প্রামানিকের ছেলে। পরে অনেকের ডাক চিৎকারে চোর চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত মতিউর কে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে একই রাতে ওই ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত মোফাজ্জাফর রহমানের ছেলে শাহাদাৎ হোসেনের ৩টি বাণিজ্যিক কাজে ব্যবহৃত বিএডিসি'র বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করে ফেলে রেখে যায়। পরে শাহাদাৎ হোসেন বৈদ্যুতিক যন্ত্রাংশ নিজ হেফাজতে রাখে।
স্থানীয়রা জানান, থানা পুলিশের তৎপরতা না থাকায় দুর্বৃত্তরা চুরির সংঘটিত করছে। থানার কার্যক্রম বন্ধ থাকায় এসব ঘটনায় মামলা কিংবা জিডি করতে পারছেন না ভুক্তভোগীরা।
আপনার মতামত লিখুন :