Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

পাইকগাছায় মাদক ব্যবসায়ী আটক


দৈনিক পরিবার | আজিজুল ইসলাম মার্চ ২৮, ২০২৪, ০৫:১৮ পিএম পাইকগাছায় মাদক ব্যবসায়ী আটক

খুলনা জেলার পাইকগাছা থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজা সহ সাত্তার হাওলাদার (৫১) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে এস আই কেএম সাদ্দাম হোসেনের নের্তৃত্বে পাইকগাছা পৌরসভার শিবসা সেতুর নীচে পশ্চিম পাশ থেকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী খুলনার মৌলভীপাড়া এলাকার ২৭ নং ওয়ার্ডের মরহুম সাঈদ হাওলাদারের ছেলে।
ঘটনার সতত্যা নিশ্চিত করে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, আটক ব্যক্তির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে কোন আপোষ চলবে না, থানা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। পাইকগাছা উপজেলাকে মাদকদ্রব্য মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

Side banner