Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় যুবক আটক


দৈনিক পরিবার | ময়মনসিংহ প্রতিনিধি জানুয়ারি ১২, ২০২৪, ০৮:৩১ পিএম রেললাইনের ক্লিপ খুলে নেওয়ার সময় যুবক আটক

ময়মনসিংহের গফরগাঁও রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার সময় আশিকুর রহমান আশিক (২৭) নামের এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। শুক্রবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গফরগাঁও ইউনিয়নের বাসুটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আশিকুর রহমান উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গফরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম খোকন বলেন, ঢাকা-ময়মনসিংহ রেললাইন থেকে ক্লিপ খুলে নেওয়ার খবর পেয়ে আমি ও আনসার সদস্যরা তাকে হাতেনাতে আটক করি।
এ বিষয়ে গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, আটক যুবকের বিরুদ্ধে রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।

Side banner