Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

বেলকুচিতে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনি


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ২৬, ২০২৫, ০৭:০৫ পিএম বেলকুচিতে ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, যুবককে গণপিটুনি

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ১০ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজমির (২৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে জনতা। খবর পেয়ে স্থানীয় পুলিশ জনতার কাছ থেকে ওই যুবককে উদ্ধার করে থানা হেফাজতে নেয়। 
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চালা সাতরাস্তা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজমি চালা সাতরাস্তা এলাকার প্রয়াত আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে আম পাড়ার প্রলোভন দেখিয়ে পাশের কাশবনে নিয়ে যান আজমির। সেখানে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে গণধোলাই দেয়। একপর্যায়ে ওই যুবকের মাথা ফাটিয়ে বিবস্ত্র করে দেওয়া হয়।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া ইসলাম বলেন, উত্তেজিত জনতার হাত থেকে ধর্ষণচেষ্টা করা ওই যুবককে আমরা থানা হেফাজতে নিয়েছিলাম। মেয়ের বাবা মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Side banner