Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৮, ২০২৫, ১০:৪৭ পিএম টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে পূর্ব আরিচপুর রূপবানের মার টেক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহতরা হলো, আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান। পরিবারের সঙ্গে টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার জনৈক সানোয়ারের আটতলা ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকতো।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে তারা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ। তবে কেন বা কী কারণে শিশু দুটিকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Side banner