Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

১২ বছর পর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার এপ্রিল ১৩, ২০২৫, ০৩:২৮ পিএম ১২ বছর পর শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

যশোরে ধর্ষণের ঘটনার এক যুগ পর আসামি আব্দুল খালেক (৫০) কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তিনি একজন দুর্ধর্ষ সন্ত্রাসী বলে জানা গেছে। 
যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভূঁঞা সাংবাদিকদের জানান, শনিবার (১২ এপ্রিল) সদর উপজেলার পাগলাদহ গ্রাম থেকে আব্দুল খালেককে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে সোপর্দ করা হয় আদালতে। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্র জানায়, ২০১৩ সালে যশোর সদর উপজেলার পাগলাদহ মাঠ পাড়ায় শিশু ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মামলার আসামি আব্দুল খালেক। পরে চাঞ্চল্যকর এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। 
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্দুল খালেক একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। চাঁদাবাজি, সন্ত্রাস চালিয়ে তিনি এলাকাবাসীদের জিম্মি করে রেখেছিলেন। এক সময় চরমপন্থি সংগঠনের সঙ্গে তার সম্পৃত্ততা ছিল। আব্দুল খালেকের গ্রেফতারের খবরে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।

Side banner