ফরিদপুরে পাউরুটি কিনতে গিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে মধ্য বয়সী এক দোকানির বিরুদ্ধে। এঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ওই দোকানি। পুলিশ বলছে, তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
শুক্রবার (১১ এপ্রিল) সকালে শহরতলীর পশ্চিম গঙ্গাবর্দী এলাকার একটি দোকানে পাউরুটি কিনতে যায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রী (৭)। ওই সময় দোকানদার আহাম্মদ শেখ (৫০) শিশুটিকে দোকানের ভেতরে নিয়ে যায়। দোকানের মধ্যে থাকা একটি রুমে নিয়ে শিশুটির শরীরের কাপড় খুলে যৌনাঙ্গসহ বিভিন্ন অঙ্গ স্পর্শ করে। শিশুটি ওই সময় বিরক্তবোধ করলে তাকে ছেড়ে দেয় আহাম্মদ শেখ।
শিশুটি বাড়িতে এসে মাসহ পরিবারের সদস্যদের জানায়। রাতে শিশুটির মা বাদী হয়ে আহাম্মদ শেখকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। আহাম্মদ শেখের বিরুদ্ধে এর আগেও এধরনের অভিযোগ রয়েছে বলে জানায় স্থানীয়রা।
ভুক্তভোগী শিশুটি জানায়, গতকাল সকালে আমার বোনকে সঙ্গে নিয়ে পাউরুটি কিনতে যাই বাড়ির পাশে আহাম্মদ নানার দোকানে। দোকানে গিয়ে পাউরুটি চাইলে তিনি আমার ও আমার বোনকে চকলেট দেন। চকলেট দেওয়ার পর আমাকে দোকানের মধ্যে আসতে বলে। আমার বোনকে বলে তুমি বাইরে থাকো। আমি দোকানের ভিতর গেলে পাশের রুমে নিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। আমি জোর করলে সে আমাকে ছেড়ে দেয়। বাড়িতে এসে আম্মুর কাছে সব কথা বলি।
শিশুটির মা বলেন, শুক্রবার সকালে প্রতিবেশী চাচা আহাম্মদ শেখের দোকানে আমার মেয়ে ও ভাগনিকে পাউরুটি আনতে পাঠাই। ফিরে এসে আমার মেয়ে আমাকে জানায়, চাচা তার সাথে খারাপ আচরণ করেছে। মেয়ে জানায়, সে দোকানে গেলে তাকে দোকানের ভিতর ডেকে নিয়ে এধরনের খারাপ কাজ করে।
তিনি আরও বলেন, ওই দোকানের মধ্যে একটি রুম আছে, সেখানে আহাম্মদ চাচা ও চাচী রাতে মাঝে মধ্যে থাকেন। সেই রুমে নিয়ে আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করার চেষ্টা করে। ওই সময় মেয়ে বিরক্ত হলে তাকে ছেড়ে দেয়। পরে আমি ৯৯৯ এ ফোন দিয়ে ঘটনাটি জানাই। তারা থানায় যেতে বলে, রাতে থানায় গিয়ে আহাম্মদ শেখকে আসামি করে মামলা দায়ের করি। ঘটনার পর থেকেই আহাম্মদ শেখ পলাতক রয়েছে। আমার মেয়ের সঙ্গে যে ধরনের অন্যায় করা হয়েছে তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, রাতে শিশুটিকে নিয়ে তার মা থানায় আসে। শিশুটিকে যৌন হয়রানি করার অভিযোগে দোকানদার আহাম্মদ শেখকে আসামি করে মামলা দিয়েছেন শিশুটির মা। ঘটনার পর থেকেই আহাম্মদ শেখ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
অভিযুক্ত আহাম্মদ শেখ ফরিদপুর পৌরসভার পশ্চিম গঙ্গাবর্দী এলাকার বাসিন্দা। শনিবার (১২ এপ্রিল) সরেজমিনে তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। এমনকি বাড়িতে তার স্ত্রীকেও পাওয়া যায়নি। দোকানও বন্ধ রয়েছে। তিনি কোথায় আছেন প্রতিবেশীরাও কেউ বলতে পারেননি। প্রতিবেশীরা জানান, ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। একারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :