ভোলার তজুমদ্দিনে টাকা ও মোবাইল দেখানোর লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাম আলী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
সোমবার তজুমদ্দিন থানায় শিশুটির পিতা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা রুজু করেছেন। ডাক্তারী পরিক্ষার জন্য ভিকটিমকে পুলিশ হেফাজতে নিয়েছেন।
শিশুটির পিতা জানান, পাশের ঘরের মৃত জনু মিয়ার ছেলে লম্পট ফরিদ উদ্দিন (৪০) শিশুটিকে টাকা ও মোবাইল দেখানোর লোভ দেখিয়ে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এরপর শিশুটির কান্নার শব্দ পেয়ে তার মা এসে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় আমি বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করি, মামলা নং তজু-৪।
তবে, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, প্রাথমিক চেকআপ এ ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান বলেন, ভিকটিমকে মেডিকেল টেস্টের জন্য ভোলায় প্রেরণ করা হবে এবং খুব শীঘ্রই আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :