কিশোরগঞ্জের ভৈরবে পাঁচ বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। অভিযুক্তদের একজনের বয়স ১৪, অপরজনের বয়স ১৫ বছর।
এ ঘটনায় বুধবার (২ এপ্রিল) শিশুটির বাবা বাদী হয়ে ভৈরব থানায় অভিযোগ করেন। তার আগে ঈদের দিন রাতে শহরের নদীরপাড় সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঈদের দিন রাত ৮টার দিকে এ বলাৎকারের ঘটনা ঘটে। পরে শিশুটি তার পরিবারকে জানায়। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে রেফার করেন।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল হুদা বলেন, শিশুটিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :