Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মান্দায় বাড়িতে একা পেয়ে নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ৩১, ২০২৫, ১০:১৪ পিএম মান্দায় বাড়িতে একা পেয়ে নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’

নওগাঁর মান্দা উপজেলায় এক নারীকে ‘দলবেঁধে ধর্ষণের’ অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার মান্দা থানার ওসি মনসুর রহমান বলেন, ভুক্তভোগী নারী পাঁচজনের নামোল্লেখ করে অজ্ঞাত দু-তিন জনকে আসামি রেখে মামলা করেছেন। পাশাপাশি ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মান্দা উপজেলার রফিকুল ইসলাম সোহাগ (২৯), আশরাফুল ইসলাম সুইট (২৯), আসাদুজ্জামান মুন্না (২৯) ও নাসির উদ্দিন (২৯)।
এদের মধ্যে নাসির উদ্দিন আগে মাস্টাররোলে উপজেলার এক সরকারি কর্মকর্তার গাড়ির চালক ছিলেন বলে জানা গেছে।
মামলার বরাতে পুলিশ জানায়, ওই নারীর স্বামী একজন পিকআপ চালক। তারা একটি ভাড়া বাসায় থাকেন। ঈদ উপলক্ষে এ দম্পত্তির একমাত্র মেয়ে মামাবাড়ি গেছে। রোববার ইফতারির পর ওই নারীর স্বামী গাড়ি নিয়ে ভাড়ার কাজে যান। বাসায় তিনি একা ছিলেন।
রাত ৯টার দিকে তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় পূর্বপরিচিত স্বাধীন নামে এক ব্যক্তি তার স্বামীর খোঁজে বাসায় এসে ডাকাডাকি করেন। তখন তিনি সরল বিশ্বাসে দরজা খুলে দেন। সেসময় ছয় থেকে সাতজন ঘরে প্রবেশ করে মুখ চেপে ধরে তাকে দলবেঁধে ধর্ষণ করে।
একপর্যায়ে তিনি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখন তারা চারজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায় বলে মামলায় বলা হয়।

Side banner