Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

ভূরুঙ্গামারীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ২৫, ২০২৫, ০৪:২১ পিএম ভূরুঙ্গামারীতে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গ্রেপ্তার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাগলের জন্য ঘাস কাটা শেখানোর কথা বলে ভুট্টা খেতে নিয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা করায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মঙ্গলবার (২৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ। এর আগে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, গত ২৩ মার্চ বিকেলে উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া গ্রামের ৮ বছরের এক শিশু ছাগলের জন্য তার সহপাঠীসহ বাড়ি থেকে কিছু দূরে ভুট্টাখেতে ঘাস কাটতে যায়। কিছুক্ষণ পর তার সহপাঠী চলে গেলে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সাইম আলী (৪০) শিশুটিকে ফুসলিয়ে ঘাস কাটা শেখানোর ছলে ভুট্টাখেতের ভেতরে নিয়ে ধর্ষণচেষ্টা করলে শিশুটি চিৎকার দেয়। শিশুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ধর্ষক সাইম পালিয়ে যায়। পরে যৌন নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেয় স্থানীয়রা। শিশুটি তার মা-বাবাকে ঘটনা খুলে বলে।
এ ঘটনায় গতকাল সোমবার শিশুটির মা বাদী হয়ে সাইমের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। পরে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে সাইমকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, যৌন নির্যাতনের শিকার শিশুটির মায়ের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার সাইমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Side banner