Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

লোহাগড়ায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন


দৈনিক পরিবার | রাশেদ রাসু মার্চ ২৩, ২০২৫, ০৮:৫৩ পিএম লোহাগড়ায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

নড়াইলের লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব) ইউনুসের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।
রবিবার (২৩ মার্চ ) সকালে লোহাগড়া উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী সাধারণ জনগণ, স্থানীয় সচেতন নাগরিক, কৃষক ও ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নায়েব ইউনুস দীর্ঘদিন ধরে জমির নামজারি, খারিজ ও পর্চা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে ঘুষ ছাড়া কোনো ফাইলই এগিয়ে নেন না।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, নায়েব ইউনুস সাধারণ মানুষকে নানা অজুহাতে হয়রানি করেন, দাফতরিক কাজ দিনের পর দিন বিলম্বিত করেন এবং ভূমি সংক্রান্ত বিষয়ে প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় পক্ষপাতমূলক আচরণ করেন। এছাড়া, তিনি নকল কাগজপত্র তৈরির মাধ্যমে অসাধু চক্রকে সুবিধা প্রদান করছেন বলেও অভিযোগ ওঠেছে।
মানববন্ধনে উপস্থিত একাধিক ভুক্তভোগী বলেন, সরকারি সেবা পেতে আমাদের ঘুষ দিতে বাধ্য করা হয়। ঘুষ না দিলে বছরের পর বছর আমাদের কাজ আটকে রাখা হয়। আমরা দুর্নীতিমুক্ত ভূমি সেবা চাই।
বক্তারা অবিলম্বে নায়েব ইউনুসকে অপসারণ এবং তার বিরুদ্ধে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগড়া সহকারী কমিশনার (ভূমি) বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, নায়েব ইউনুসের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগীরা দ্রুত তার অপসারণসহ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Side banner