Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বাঞ্ছারামপুরে জমজমাট সুদের ব্যবসা 


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ১৭, ২০২৫, ০৩:০৭ পিএম বাঞ্ছারামপুরে জমজমাট সুদের ব্যবসা 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঞ্ছারামপুর সদর সহ সোনারামপুর, মরিচাকান্দি, দরিয়াদৌলত, তেজখালি, রূপসদী, ফরদাবাদ, উজানচর, তেজখালী ও ছলিমাবাদে জমজমাটভাবে সুদের ব্যবসা চলছে। সুদ ব্যবসায়ীদের ঋণের জালে জড়িয়ে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ। এই ব্যবসা চালু হওয়ার ফলে অগণিত মানুষ এখন ঋণে জর্জরিত। 
এই অমানবিক উচ্চ সুদের কবল থেকে মুক্তি পেতে অনেকে ঘরবাড়ি, ভিটে মাটি, গবাদি পশু বিক্রি করে নিঃস্ব ভূমিহীনে পরিণত হয়েছে। আর রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ বনে চলেছেন সুদ ব্যবসায়ীরা। অবৈধ এ সুদ ব্যবসা সম্পর্কে অনুসন্ধানে পাওয়া গেছে এমনই ভয়াবহ তথ্য। 
জানা যায়, বাঞ্ছারামপুরে সুদ ব্যবসায়ীরা খুবই তৎপর হয়ে উঠেছে। এক শ্রেণীর বিত্তশালী সুদ ব্যবসায়ীরা বাৎসরিক, মাসিক, সাপ্তাহিক এমনকি দৈনিক ভিত্তিতে নগদ ঋণ দিয়ে ২/৩ গুণ মুনাফা লাভ করছে। মালিক বা মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা করে লাভের সিংহ ভাগই তুলে দিতে হচ্ছে তাদের হাতে। সুদ ব্যবসায়ীরা জামানত হিসাবে মূল্যবান জিনিস এমনকি জায়গা জমির কাগজপত্র ও অলিখিত নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর রাখেন। নির্দিষ্ট সময়ের মধ্যে চড়া সুদসহ নির্ধারিত দৈনিক কিস্তি পরিশোধের শর্তে বিভিন্ন শ্রেণীর হকার, ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী, ক্ষুদ্র সবজি ব্যবসায়ী, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, ভ্রাম্যমাণ ব্যবসায়ী, ভ্যান চালক, অটোরিকশা প্রভৃতি শ্রেণীর মানুষের মধ্যে সুদে টাকা দিয়ে থাকেন। 
সুদ ব্যবসায়ীদের চড়া সুদের ঋণ পরিশোধ করতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছে শত শত পরিবার। ঋণগ্রহীতা অনেকে হচ্ছেন দেশান্তরী, অনেকে সহায় সম্পদ বিক্রি করে হচ্ছেন পথের ফকির, অনেকে আসক্ত হয়ে পড়ছেন মাদকসেবন সহ নানা অনৈতিক কর্মকান্ডে, অনেকে জড়িয়ে পড়ছেন মাদক ব্যবসাসহ নানা অনৈতিক পেশায়। 
বাঞ্ছারামপুর উপজেলার সচেতন মহল সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Side banner