Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

হোমনায় মসজিদের পাশে যুবকের গলাকাটা লাশ উদ্ধার


দৈনিক পরিবার | হোমনা (কুমিল্লা) প্রতিনিধি মার্চ ১৬, ২০২৫, ০৫:১১ পিএম হোমনায় মসজিদের পাশে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লার হোমনায় মসজিদের পাশে মো.বিল্লাল হোসেন (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের একটি মসজিদে নিকট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত বিল্লাল হোসেন (৩২) ঘারমোড়া ইউনিয়নের বড় ঘারমোড়া গ্রামের অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ মো. জামান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিল্লাল হোসেন স্থানীয় মাদক কারবারিদের সাথে চলাফেরা করতো। তার নামে হোমনা থানায় ২টি মাদক মামলা ও ১টি চুরির মামলা আছে। সরকার পরিবর্তের পর থেকে ঘারমোড়া বাজার এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মাদক সিন্ডিকেটের মধ্যে গ্রুপিং চলে আসছে।
নিহতের মা সেলিনা বেগম জানান, কয়েকদিন আগে টাকার বিনিময়ে একই গ্রামের নজরুল ইসলামের সাথে আমার ছেলে বিল্লাল হোসেন নদীতে মাছ ধরতে যায়। কিন্ত নজরুল ইসলাম মাছ বিক্রির টাকা বিল্লাল হোসেনকে দেয় নাই। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।  এরপর দিন তার জাল চুরি হলে বিল্লাল হোসেন কে দোষারুপ করে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়।
নিহতের মা আরো বলেন, শনিবার রাতে একই গ্রামের কাজম আলীর ছেলে দুলাল মিয়া বিল্লাল হোসেনকে ডেকে নেয়, পরে বিল্লাল আর বাড়ি ফেরেনি। সকালে শুনি মসজিদের পাশে গলাকাটা লাশ পাওয়া গেছে।
হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে কি কারণে খুন হয়েছেন তথ্য উদঘাটনে কাজ করছে পুলিশ। সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদ চলছে। আশা করছি দ্রুতই এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করতে পারবো। এদিকে মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।

Side banner