Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোচালক গ্রেপ্তার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ১৩, ২০২৫, ০৫:১৭ এএম তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে অটোচালক গ্রেপ্তার

পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শরিফুল ইসলাম সৌরভ (৩০) নামে এক অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি পঞ্চগড় পৌরসভার উত্তর দর্জিপাড়া এলাকায়। প্রায় ৫ বছর আগে বিবাহ বিচ্ছেদের পর সৌরভের স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকেন।
বুধবার (১২ মার্চ) বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় সৌরভ কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির কান্নার শব্দ শুনে তার মা খুঁজতে গিয়ে সৌরভের ঘরে আপত্তিকর দৃশ্য দেখতে পান। তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে।
এ ঘটনার প্রতিবাদ করতে গেলে সৌরভের পরিবারের সদস্যরা শিশুটির বাবাকে মারধর করে। খবর পেয়ে পুলিশ সৌরভকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। তাকে আসামি করে মামলা করে শিশুটির মা। শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশুটির বাবা বলেন, তার সঙ্গে আমার কোনো বিরোধ নেই। তারপরও সে আমার মেয়ের সঙ্গে এমনটা করেছে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে মারধরও করে। আমি এর ন্যায্য বিচার চাই।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আবুল কাশেম জানান, প্রাথমিক তদন্তে শিশুটির ওপর যৌন নির্যাতনের আলামত পাওয়া গেছে।
পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ বলেন, শিশুটির মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা আসামিকে গ্রেপ্তার করেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করছে। তবে সৌরভ তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন।

Side banner