Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার মার্চ ৯, ২০২৫, ০৩:৫৯ পিএম কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারী সংঘবদ্ধ ধর্ষণের শিকার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নয়াবাড়ী এলাকায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী (২০)। ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। রবিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি বর্তমানে হাসপাতালের গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার নারী কনস্টেবল সাদিয়া আফরিন জানান, শনিবার (৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে স্বামীর সঙ্গে অভিমান করে চাঁদপুর থেকে লঞ্চে ঢাকার সদরঘাটে আসেন ওই নারী। পরে পোস্তগোলা এলাকায় রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাত চার যুবক তাকে প্রলোভন দেখিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের পাঁচগাঁও ঋষিপাড়া এলাকার নির্জন জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেন। বাকি দুজন পালিয়ে যায়। আমরা ওই নারীর কাছ থেকে জানতে পারি তিনি চার মাসের অন্তঃসত্ত্বা।
তিনি আরও বলেন, আমরা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এসে গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এক নারী ধর্ষণের শিকার হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

Side banner