Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

কুয়াকাটায় ৪ লক্ষ পিচ ইয়াবা উদ্ধার, আটক ১৬


দৈনিক পরিবার | আবদুল্লাহ মানিক ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৪:১৫ পিএম কুয়াকাটায় ৪ লক্ষ পিচ ইয়াবা উদ্ধার, আটক ১৬

পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গোপসাগর সংলগ্ন লেম্বুর বন এলাকা থেকে ৪ লক্ষ পিচ ইয়াবাসহ ১৬ জন মাদক পাচারকারী এবং এ কাজে ব্যবহৃত ১ টি মাছ ধরা ট্রলারসহ তাদের আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে কুয়াকাটার সূর্যাস্ত পয়েন্ট লেম্বুর বন এলাকায় র‌্যাব ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে সাদা একটি পলিতে হলুদ কসটিপে মোড়ানো অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড ও র‌্যাব'র যৌথ অভিযান পরিচালনা করে তাদের আটক করে এফবি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা এবং সম্দ্রু মোহনায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৩  লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে সহায়তায়কারী ১৬ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-নবি হোসেন (৫৩), মনির উদ্দিন (৪৮), সোয়দ আলম (৩৭), মোফাচ্ছেল হোসেন (৬০), মোবারক হোসেন  (৪৫), ছবুর আহম্মদ (৫৪), সেলিম মাঝি (৪২), ওমর ফারুক (২৮), তহিদুল আলম (৪৮), আবু তালেব (৪০), আব্দুল নবী (৩০), ফজলে করিম (৪০), মোস্থাক আহম্মদ (৪৮), আব্দুল খালেক (৪০), নামঃ আলফাত (৩০), এবং খলিল আহম্মদ (৩৯) আটকৃত পাচারকারীরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বাসিন্দা।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (ইলেকট্রিক্যাল) লেঃ কমান্ডার মোঃ তানভীর আজবাল হৃদয় সাংবাদিকদের সামনে ব্রিফ করে বলেন, সারাদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথবাহিনী অভিযান ডেভিল হ্যান্ড'র অপারেশনের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা লেম্বুর বন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় ট্রলার থেকে ১ লাখ এবং পরিত্যক্ত অবস্থায় ৩ লাখ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রলার এবং ১৬ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইয়াবা সহ মহিপুর থানায় হস্তান্তর করা হয়।

Side banner