Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

শৈলকুপায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা


দৈনিক পরিবার | মো. সাকিব খান ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৪:০৩ পিএম শৈলকুপায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। শুক্রবার সকালে ওই গ্রামের লাকির মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সুফী শেখ (৩২) ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে পালিয়ে যাওয়ার সময় ইদ্রিস আলী (ইদু)  নামের এক ব্যক্তিকে জনতা ও লাঙ্গলবাঁধ ক্যাম্পের এএসআই সজল কুমার রায় ও তার দলের টিম নিয়ে আটক করেন।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই গ্রামের মোবারক জোয়ার্দ্দারের ছেলে ইদ্রিস আলী (ইদুর) সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিরোধপুর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। সেসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে সামসুল ইসলাম, ফিরোজ, সালামত ও সুফি উদ্দিনসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ইদ্রিস আলী। সেখান থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে  সুফী শেখের শারিরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কতব্যরত চিকিৎসকরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে দুপুর ১২টার দিকে সুফী শেখ রাস্তার মধ্যেই মারা যায়।
এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, জমি জমাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনার সংবাদ শুনেই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে সুফি শেখ নামের  একজন  হাসপাতালে নেয়ার পথেই মারা যায়। এই ঘটনার সাথে জড়িত ইদ্রিস আলী  (ইদু) নামের এক জনকে আটক করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Side banner