Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

গলায় গামছা পেঁচিয়ে নারীর আত্মহত্যা


দৈনিক পরিবার | মো. মারুফ হোসেন লিয়ন ফেব্রুয়ারি ২১, ২০২৫, ০৬:০৭ পিএম গলায় গামছা পেঁচিয়ে নারীর আত্মহত্যা

নীলফামারী সদরে নৃসিংহ ব্রাহ্মণ পাড়ায় মুক্তা রানী চ্যাটার্জি (২৮) নামে এক নারী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তিনি আত্মহত্যা করেন।
রানী চ্যাটার্জি নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের নৃসিংহ ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ চ্যাটার্জি স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুক্তা রানী চ্যাটার্জি দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত। প্রায় দুই বছর আগে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করছিলো। মানসিক সমস্যার কারণে সরস্বতী পূজার দিন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল।

Side banner