Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

উখিয়ায় ডাকাতিতে বাধা দেওয়ায় এলোপাতাড়ি গুলি, গুলিবিদ্ধ ৭


দৈনিক পরিবার | স্টাফ রিপোর্টার ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৯:৩২ পিএম উখিয়ায় ডাকাতিতে বাধা দেওয়ায় এলোপাতাড়ি গুলি, গুলিবিদ্ধ ৭

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দুটি বসত ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে উখিয়া উপজেলার ২০-এক্সটেনশন রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহতরা হলেন একই এলাকার আব্দুল মাজেদের ছেলে সামসুল আলম (৪৫), তার ছেলে আলাউদ্দিন (১২) এবং মেয়ে মর্জিনা (১৩) ও মরিয়ম (১০)। বাকিদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে উখিয়ার ২০-এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের বাসিন্দা হাসিনা বেগমের বসতঘরে ৮-১০ জনের অজ্ঞাত একদল ডাকাত প্রবেশ করে। অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে ৭০ হাজার টাকা লুট করে। এরপর তার বোন সাজেদা বেগমের  ঘরে প্রবেশ করে ৮৬ হাজার লুট করে পালিয়ে যাচ্ছিল। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে ডাকাতদলকে আটকানোর চেষ্টা করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে তারা। এতে ৭ জন গুলিবিদ্ধ হন।
ভুক্তভোগী ও স্থানীয়দের বরাতে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন, ডাকাতি প্রতিহত করার চেষ্টা করলে ডাকাতরা গুলি ছুড়েছে। এতে ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Side banner