Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩১

ধামরাইয়ে ৮ বছরের মাদরাসা ছাত্রী ধর্ষণ


দৈনিক পরিবার | মোস্তাফিজুর রহমান ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৭:১৩ পিএম ধামরাইয়ে ৮ বছরের মাদরাসা ছাত্রী ধর্ষণ

ঢাকার ধামরাইয়ে মোসা: আরিফা খাতুন নামে ৮ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের বৃদ্ধ আবুল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। নানীর বাড়িতে বেড়াতে এসে এই ঘটনা ঘটেছে। 
অভিযুক্ত আবুল হোসেন উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল দক্ষিণপাড়া গ্রামের কোরবান আলীর ছেলে। 
ভুক্তভোগী মোছা: আরিফা খাতুন মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর থানার ফারির চর গ্রামের মো: আজিজ হোসেনের মেয়ে। সে সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল দক্ষিণ পাড়া গ্রামে নানীর বাড়িতে বেড়াতে আসে।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার সূয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামে এ ঘটনা ঘটে। 
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আরিফা নামে  শিশুটি নানীর বাড়িতে বেড়াতে আসলে ধর্ষক আবুল হোসেন তাকে বড়ই খাওয়ার লোভ দেখিয়ে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে ধর্ষণ করে। শিশুটি বাড়ি ফিরলে তার শারীরিক অবস্থা খারাপ দেখে ভুক্তভোগীর পরিবার স্থানীয়দের সহায়তায়  তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে গেলে তার অবস্থা আরো খারাপ হতে থাকে। প্রচুর রক্ত ক্ষরণের হতে থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও একই অবস্থা। রক্তক্ষরণ বেশি হতে থাকলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ভুক্তভোগী ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। 
এ বিষয়ে ভুক্তভোগীর পিতা আজিজ হোসেন বলেন, আবুল হোসেনের মতো একজন বৃদ্ধ বয়সী লোক এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে তা চিন্তাই করতে পারি নাই। ওর কঠিন শাস্তি হওয়া উচিত।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এক মাদ্রাসা শিশু ধর্ষণের শিকারের খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আবুল হোসেনকে গ্রেফতার করি। তার  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। 

Side banner