Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

আদমদীঘিতে সীমানা প্রাচীরের সাথে শত্রুতা!


দৈনিক পরিবার | মিরু হাসান ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৭:৫০ পিএম আদমদীঘিতে সীমানা প্রাচীরের সাথে শত্রুতা!

বগুড়ার আদমদীঘিতে সীমানা প্রাচীরের সাথে শত্রুতা করে প্রায় দেড়শ ফিট প্রাচীর রাতের আঁধারে ভেঙে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার সান্তাহার পৌর এলাকার রথবাড়ি মহল্লায়।
জানা যায়, গত শুক্রবার রাতে শত্রুতার জেরে উপজেলার সান্তাহার পৌর এলাকার রথবাড়ি মহল্লার সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল আসাদুল হক বেলালের পুরাতন বাড়ির প্রায় দেড়শ ফিট সিমানা প্রাচীর ভেঙে ফেলে কে বা কারা।
আসাদুল হক বেলাল জানান, গত শুক্রবার ছিল পবিত্র শবে বরাত। রাতে আশেপাশের অনেক ছেলে সংঘবদ্ধ হয়ে বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছিল শত্রুতা করে সবার অজান্তে আমার প্রাচীর ভেঙে ফেলা হয়। এ ব্যাপারে প্রশাসনকে অবহিত করা হয়েছে। এছাড়াও নাম না জানানোর শর্তে অনেকে জানিয়েছেন একই রাতে এলাকার একাধিক ব্যক্তির গাছের ডাব চুরিসহ বাড়ি ঘরের জানালায় ঢিল ছোড়া হয়।

Side banner