রাঙামাটির কাউখালী উপজেলায় ছুরিকাঘাতে এক হিজড়াকে হত্যা করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পেশকারঘোনা এলাকার একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান কাউখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম সোহাগ।
নিহত হিজড়া শীলা (৩৫) ওই এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি কাউখালী উপজেলার হিজড়াদের প্রধান হিসেবে পরিচিত ছিলেন।
ওসি সাইফুল বলেন, নিহতের গলা ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ বেতবুনিয়া ফাঁড়িতে নিয়ে রাখা হয়েছে।
মঙ্গলবার ময়নাতদন্তের তদন্তের জন্য লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হবে বলে জানান তিনি।
তবে নিহতের আত্মীয়-স্বজনের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানান ওসি সাইফুল ইসলাম।
হিজড়া জনগোষ্ঠীর রাঙামাটি জেলার সমন্বয়ক নয়ন হিজড়া বলেন, বেতবুনিয়ায় এক হিজড়াকে মেরে ফেলার খবর পেয়েছেন তিনি।
আপনার মতামত লিখুন :