ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত ট্যাব বিজয় অ্যাওয়ার্ড-২০২৫ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জুনায়েদ সাকি।
তিনি তাঁর বক্তব্যে মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা তুলে ধরে বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমাদের গৌরবের প্রতীক। তাদের ত্যাগ ও সাহসিকতাই আমাদের স্বাধীনতার ভিত্তি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম। তিনি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানান এবং তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সভাপতি কাদের মনসুর। তিনি বলেন, এই পুরস্কার বিতরণ কেবলমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মানের বহিঃপ্রকাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা। এ ছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষও অনুষ্ঠানে উপস্থিত থেকে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান।
এই আয়োজন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান প্রদর্শনের একটি অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। এটি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ করে দেবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম শিবলী।
আপনার মতামত লিখুন :