কুষ্টিয়ার কুমারখালীতে পরিবারের ওপর অভিমান করে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যা করেছেন মাজগ্রামের মোঃ মোহাম্মদ আলীর ছেলে মোঃ হোসাইন (২০)।
পরিবার সূত্রে জানা যায়, নিহত হোসাইন চাকরি করার কথা বলে বাবার কাছে টাকা চায়। বাবা টাকা দিতে অপারগতা স্বীকার করলে বাবার ওপর অভিমান করে নিজ শয়ন কক্ষে গলায় ফাস দিয়ে আত্যহত্যা করেন।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলাইমান শেখ জানান, পরিবারের ওপর অভিমান করে যুবকের আত্যহত্যার ঘটনা ঘটেছে। এ বিষয়ে কুমারখালী থানায় ইউডি মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :