Daily Poribar
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ ১৪৩১

কুমারখালীতে খোকন হত্যার বিচার দাবীতে প্রতিবাদ সমাবেশ


দৈনিক পরিবার | কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি জানুয়ারি ১৭, ২০২৫, ০৭:৫৪ পিএম কুমারখালীতে খোকন হত্যার বিচার দাবীতে প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়ার কুমারখালীতে খোকন মোল্লা হত্যার বিচার দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে (১৭ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার আয়োজনে গণমোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমারখালী উপজেলা শাখার আমির মোঃ আফতাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের সহকারি সেক্রেটারি মোহাম্মদ সোহরাব উদ্দিন। অন্যান্যদের মধ্যে  কুষ্টিয়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য কামরুজ্জামান মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির মোঃ আফজাল হোসাইন, পৌর জামায়াতের আমির এ্যাডঃ রবিউল ইসলাম, উপজেলা যুব ও ক্রীড়া জামায়াতের সভাপতি আলামিন হোসাইন সহ অনেকে উপস্থিত ছিলেন।

Side banner