কুষ্টিয়া খোকসায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর খোকসা উপজেলা শাখার উদ্যোগে মিরপুর উপজেলার জামাতের কর্মী খোকন হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল তিনটায় খোকসা উপজেলা মডেল মসজিদ হয়ে খোকসা বাসস্ট্যান্ড চত্বরে বিক্ষোভ মিছিলটি এসে সমবেত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, খোকসা উপজেলা জামাতের আমীর মোঃ নজরুল ইসলাম, খোকসা কুমারখালী আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মো: আফজাল হোসেন, উপজেলা জামায়তের সেক্রেটারি আয়েন উদ্দিন, উপজেলা জামায়তের সহকারী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নাটোরী, খোকসা পৌর জামায়াতের আমীর আব্দুল বারিক, উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা মুর্শিদ আলম, মাজহারুল হক মমিন, সহকারী সেক্রেটারি কুষ্টিয়া জেলা জামায়াত, খোকসা উপজেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল আলীম প্রমুখ।
আপনার মতামত লিখুন :